Try to Live till Live the World
  নীল-শিশিরে সাম্পানওয়ালা
 

নীল-শিশিরে সাম্পানওয়ালা

 

-ফজলে এলাহি মুজাহিদ

 

{{ কবিতাটি দু'ভাবে দিলাম। ব্লগ কবি/কাব্যসমালোচকদের নিকট পরামর্শমূলক মন্তব্য চাই; কোন্ভাবে সুখপাঠ্য, সরলাবৃত্তিময়, ছন্দোবদ্ধ(উল্লেখপূর্বক), এবং অন্যান্য- বিষয় চয়ন, ভাব ও অর্থপ্রকাশ ইত্যাদি মিলিয়ে আলোচনা/সমালোচনা করুন, যদি ভাল লাগে, যদি ইচ্ছে হয়। তবে ইন্টারভিউ যেন না হয়ে যায়; শুধুই আপনার মতামত। ধন্যবাদ। }}
----------------------------------------------------------------------------------


আমি যখন চৈতালী বাঁশীতে সাধি হতাশার সুর
তখনি গোমরী উঠে কান্নার ধ্বনি!
নীল শিশিরে ভেজা কষ্ট-কাঁথাটি সরিয়ে দেখি যতদূর
দুয়ারে অজস্র জীবন পিয়াসী মুনি।

এক জীবনের কষ্ট বিলাসে অবশেষে হই কবি
উশৃংখল দুঃখ-শাবক মুক্ত; লাগামহীন,
মুহূর্ত-ক্ষণ আর কাল-যুগ চষে ফলেছি শস্যরবি
ক্রান্তি নিবাসী জনতার ঢলে সর্বস্ব বিলীন।

যখন কাগজের বুকে লিখি নাম; কেউ লেখে অন্তরে,
শত অব্দের পিতলী ছাপায় স্বর্ণালী অক্ষর,
চৈতালী ধুলি ফলকিত খ্যাতি-যশ মুছে ফেলে আস্তরে
শুধু রয়ে যায় অজানা ওদের ইতিহাসী স্বাক্ষর।

আপন ব্যাথাকে সাজাতে যখন যাই সিন্দুকে, কবিতায়
জানালার ফাঁকে উঁকি দেয় পড়শীর যন্ত্রণা-তুফান,
বিদগ্ধ বাগদাদ নগরী জ্বলে-পুড়ে ছার-খার হয়ে যায়
তখনি বিমূর্ত হই; বেদনা-সাগরে জীবনের সাম্পান।


= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =


আমি যখন চৈতালী বাঁশীতে সাধি হতাশার সুর
নীল শিশিরে ভেজা কষ্ট-কাঁথাটি সরিয়ে দেখি যতদূর,
তখনি গোমরী উঠে কান্নার ধ্বনি
দুয়ারে অজস্র জীবন পিয়াসী মুনি।

এক জীবনের কষ্ট বিলাসে অবশেষে হই কবি
মুহূর্ত-ক্ষণ আর কাল-যুগ চষে ফলেছি শস্যরবি,
উশৃংখল দুঃখ-শাবক মুক্ত; লাগামহীন
ক্রান্তি নিবাসী জনতার ঢলে সর্বস্ব বিলীন।

যখন কাগজের বুকে লিখি নাম; কেউ লেখে অন্তরে,
চৈতালী ধুলি ফলকিত খ্যাতি-যশ মুছে ফেলে আস্তরে,
শত অব্দের পিতলী ছাপায় স্বর্ণালী অক্ষর
শুধু রয়ে যায় অজানা ওদের ইতিহাসী স্বাক্ষর।

আপন ব্যাথাকে সাজাতে যখন যাই সিন্দুকে, কবিতায়
বিদগ্ধ বাগদাদ নগরী জ্বলে-পুড়ে ছার-খার হয়ে যায়,
জানালার ফাঁকে উঁকি দেয় পড়শীর যন্ত্রণা-তুফান
তখনি বিমূর্ত হই; বেদনা-সাগরে জীবনের সাম্পান।

২১.০১.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।

 
  Today, there have been 4 visitors (26 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free