Try to Live till Live the World
  ভব নদীর নাইয়ারে শোন্...
 

ভব নদীর নাইয়ারে শোন্...

-ফজলে এলাহি মুজাহিদ

সংগীত -
==========================
মনরে মন, তুই বুঝি আর শুনলি না বারণ
ওরে ভবের নদী পাড়ি দিতে- পাবি রে পবন
রোজ হাশরের চলবে না তো পবন, মান ও ধন
ভোলা মন, নবীর কথা শোন্
ওরে তোর রবের কথা শোন্ ।।

এই ভুবনের সকল কাজে
সহায় পাবি সকাল-সাঁঝে,
এমন একদিন আসবে রে তোর
চিনেও চিনবে না স্বজন;
ভোলা মন, নবীর কথা শোন্
ওরে তোর রবের কথা শোন্ ।।

ছাড়তে যদি হয় রে ভুবন
কেমন হবে ওপার জীবন,
শান্তি না কি শাস্তি নিবি
দুনিয়া সেই ভাবনারও ক্ষণ;
ভোলা মন, নবীর কথা শোন্
ওরে তোর রবের কথা শোন্ ।।

০৩.০৭.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।

 
  Today, there have been 6 visitors (46 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free