Try to Live till Live the World
  যেদিন আমায় নিয়ে যেতে আসবে ওরা
 
যেদিন আমায় নিয়ে যেতে আসবে ওরা

-ফজলে এলাহি মুজাহিদ

পুরোনো দিনের ডায়রী থেকে-

মরুর বৃষ্টিগুলো খুব মনে আছে, যে স্বজন বহুদিন পর পর আসে তার বেড়িয়ে যাওয়া কার না মনে থাকে। তখন ছিলাম ইয়ানবো রয়েল কমিশনের 'কেম্প ওয়ান'-এর বাসিন্দা। এক রাতে মুষল ধারায় বৃষ্টি নামল, বন্ধুদের তেমন কেউ ছিল না যে বৃষ্টি শেষে গল্প করবো। ফুলেরা, গাছেরা, পাখিরা এবং মাঝে মাঝে পাতানো কাষ্ঠাসনগুলো ভিজে ধুয়ে পরিচ্ছন্নতার জানান দিয়ে যাচ্ছিল। ঘরের বাইরে হাঁটছিলাম বৃষ্টিধোয়া বাগানসম কেম্পে, ইচ্ছে হলো তাই বসলাম একটা কাষ্ঠাসনে, হঠাৎই কেন যেন সেই একাকীত্বে মৃত্যুর কথা মনে পড়ে গেল। নিচের কাব্য প্রচেষ্টাটুকু সেদিনের সেক্ষণের সে অনুভূতিরই বহিঃপ্রকাশ-

সেদিন রাতে এমনি করে ঝরবে নাকি
তব করুণার ধারা
যেদিন আমায়
নিয়ে যেতে আসবে ওরা!

সেদিন রাতের ফুলোগুলো সব
বারি ভেজা থাকবে নাকি?
কাঁদবে ধরা মোর বিরহে
আকাশ জাতি হাসবে নাকি?
সেদিন রাতে শিয়রে মোর
জাগবে কি হায় ঝড়ের পরে
জোৎস্না ভেজা ঐ বিরহী চাঁদ?


2000, রয়েল কমিশন, ইয়ানবো, সউদী আরব।

ছবি: নিজস্ব।

 
  Today, there have been 4 visitors (38 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free