Try to Live till Live the World
  প্রযৌক্তিক বাসিন্দার জীবনালাপ
 

প্রযৌক্তিক বাসিন্দার জীবনালাপ

-ফজলে এলাহি মুজাহিদ

দিনকাল সব বিলীন হয়েছে জটিল যান্ত্রিকতায়
রাত্রি নিশিথে কপাট লাগাই দু'চোখের মনিটরে,
যন্ত্র-ঘরেতে পাসওয়ার্ড পুরে আহ্বানী প্রভাতেরে
মনাঙ্গনেতে ফোটে ফুল তবু প্রতিটি সকাল ন'টায়।

পার্শ্ব-পকেটে অথবা কোমরে ডিজিটাল প্রিয়জন
শব্দমালারা বুতামের চাপে কথা বলে সরাসরি,
কোথায় পালাবে তোমার ঐ হাসি রিনিঝিনি ঝংকারী;
আমি রেখে দেব সযতনে মেমোরীতে প্রিয়ক্ষণ।

পাখালীর ডাক শুনবো কি করে পাথুরেটে অন্দরে
চড়ুই, দোয়েল, ময়নার গান দেয়ালের টিকটিক,
টিকটিকি নয়; দেয়ালীটি গায় প্রতি ঘন্টায় ঠিক
তবু কেন জানি অতৃপ্ত বাসনা এ মনের বন্দরে।

প্রয়োজন কি তা পর্দায় খোঁজ কেন যাবে হাটে-ঘাটে
আন্তর্জাল পেতে রেখে রাতে ঘুমাও সারা সকাল
দেখবে তোমার সে ঘুম ভাঙ্গাবে কর্মী; পঙ্গপাল,
'একুশে গ্রাম'-এর বাসিন্দা মোরা এভাবেই দিন কাটে।

২০.০১.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।

 
  Today, there have been 2 visitors (12 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free