Try to Live till Live the World
  শাহরিয়ার সুমনের জন্য যা ছিল উপহার
 
শাহরিয়ার সুমনের জন্য যা ছিল উপহার

-ফজলে এলাহি মুজাহিদ

পুরোনো দিনের ডায়রী থেকে-

"শামচ্-বাদরোর আলোক ধারা ল'য়ে
হলেন আবির্ভূত তব প্রভুর বাণী বয়ে,
রিদওয়ানের স্বাগতম মানব জাতি পেতে
ইয়াস্রিবের সে নবীর পথে হবেই হবে যেতে;
র'বে শান্তিতে
পরকালে ও এই পৃথিবীতে।"


01.05.1999, রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।

(একই শহরের পাশাপাশি কর্মরত এক বন্ধুর সন্তানের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপহারের সাথে লেখা ছিল উপরের লাইন ক'টি। ছেলেটির নাম ছিল- শাহরিয়ার সুমন।)

নোট-
শামচ্=সূর্য
বাদর=পূর্ণিমার চাঁদ
রিদওয়ান=জান্নাতের প্রহরী ফিরিশ্তার নাম
ইয়াস্রিব=মদীনা মুনাওয়ারার পূর্ব নাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদীনায় আসার পর এর নামকরণ করা হয়- মদীনা মুনাওয়ারা বা আলোকিত শহর। মদীনার অনেকগুলো উপনাম ইতিহাসে রয়েছে, তন্মধ্যে মদীনাতুর্ রাসূল বা রাসূলের শহরও রয়েছে। উল্লেখ্য, মদীনা অর্থ শহর এবং মুনাওয়ারা অর্থ আলোকিত।

ছবি: নিজস্ব।

 
  Today, there have been 3 visitors (24 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free