Try to Live till Live the World
  গত-বিগতের কথা
 
গত-বিগতের কথা

-ফজলে এলাহি মুজাহিদ

যে কেঁদেছিল প্রথম কান্না বিগত দশকে
দশকের শেষে এসে যৌবন পেয়েছে সে
অগণন অব্দের ভারে বৃদ্ধ-ক্লান্ত পৃথিবীকে
অনুজ ভাবতে বাধেনি তার অবশেষে
রক্তের গতি ছুঁই ছুঁই করে শতকের ঘর
রঙধনু থেকে সব রং ঝরে দৃষ্টির সীমানায়
বুঝেনা ভালবাসা কে আপন কে সে পর
হাওয়ায় দোলা হৃদয় কেবলি হারায়
কখনো ব্যস্ত হয়ে উঠে প্রান্তিক মেরুদ্বয়
অক্ষ-দ্রাঘিমায় পাওয়া-নাপাওয়ার টানাটানি
ইমারত গড়ে স্বপ্ন-প্রকৌশলী দিবস-রজনীময়
দু'চোখে দু'কানে দু'য়ে দু'য়ে হয় সুগোপন কানাকানি
আকাশের পানে তাকাবার কারো থাকে নাকো ফুরসৎ
চার দেয়ালের বিশ্ব সৃজনে তৎপর চার হাত
এভাবে কখন ফুল ফোটে; ফল পায় খুঁজে তার জগৎ
বিগত সে দশকেরে বুঝি হাতছানি দেয় রাত
ফিকে হয় রং কুয়াশায় ঢাকে জীবনের চারদিক
সাঁঝের সলিলে দূর হতে আসে রাত্রির আহ্বান
সাগরের বুকে বিকেলী কিরণ করে শুধু ঝিকমিক
রঙ্গমঞ্চে দশকিরা কিছুদিন গায় জীবনের জয়গান...

১৬.০৩.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

ছবির জন্য
কৃতজ্ঞ যেখানে।

 
  Today, there have been 4 visitors (36 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free