Try to Live till Live the World
  অধিকার আদায়ের আজন্ম আন্দোলন
 
অধিকার আদায়ের আজন্ম আন্দোলন

-ফজলে এলাহি মুজাহিদ

সোবহে সাদিকের মৃদু আলোয়
জেগে উঠেছিলাম একদিন,
মায়ের উদর ভেঙ্গে, চিৎকারে, অধিকারে
দখল করেছি এই বাংলার বর্ণালী যমীন।

এ মহা পরাক্রমের আদেশ
অসীম স্নেহে ও দয়ায়-মায়ায় তাঁর সেরা উপহার,
পৃথিবীর কাছে এ আমার আজন্ম পাওনা
বুঝে নিতে প্রভু হস্ত-পদ সাথে দানিলেন চিৎকার!

শ্লোগানী ক্রন্দনে কাঁপিয়ে দিলাম দুই মেরু
গোলার্ধে বাঁধিয়ে দিলাম দারুন তুলকালাম,
শুকনো চাদরে আবৃত কর আমাকে
ক্ষুধার্ত তাই জননীর পানে তাকালাম।

হিংস্র, নিঠুর, নির্মম এ সমাজে
তাঁর মুখে আমি ভালবাসা দেখেছি,
বজ্র কণ্ঠ শান্ত হলো আমার
কোলে মাথা রেখে স্বপ্নকে এঁকেছি।

আমার জন্মলগ্নে ছিল ঝড়োয়া অন্ধকার
শ্লোগানে-প্লাবনে অবশেষে দেখি নতুন দিনের আশা,
মাতৃস্নেহে শিখেছি কিভাবে বুঝে নেয় অধিকার
স্রষ্টার এ দান যুঝে নিতে চাই- সংগ্রাম ও ভালোবাসা

11.01.2008, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।

ছবি: কিছু ধার করা, কিছু নিজস্ব।

 
  Today, there have been 6 visitors (54 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free