Try to Live till Live the World
  রুবাইয়্যাত-ই-মুজাহিদ
 
রুবাইয়্যাত-ই-মুজাহিদ

 

-ফজলে এলাহি মুজাহিদ

পুরোনো দিনের ডায়রীটা খুললাম আজ, ধুলো পড়ে মলিন হয়ে আছে। টুকরো টুকরো অনেক কাব্যকথা ছড়িয়ে-ছিটিয়ে আছে ডায়রী জুড়ে। যার একটি এরূপ-

"ছিলে তুমি, আছো তুমি, থাকবে তুমি এক আহাদ
নেই প্রয়োজন অন্যেতে যাঁর তুমিই ওগো সেই সামাদ,
দাওনি জন্ম, নাওনি জন্ম অমুখাপেক্ষী তুমি মহান
তোমার তুলনা শুধুই তুমি; অন্য সবই দিলাম বাদ।"


২১.০২.২০০২, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।

(সূরা ইখলাসের বঙ্গানুবাদ থেকে প্রেরণা ও শিক্ষা তুলে নিয়ে এ প্রচেষ্টা।)

রুবাইয়্যাত [২৩-২৫]

২৩//
উপাস্য এক আল্লাহ্ জীবনের পরিসরে
অনাদি এবং অনন্ত জুড়ে অবারিত মহাকাল,
মাঝখানে কিছু দিন, কিছু কথা কর্ম পরিকরে
অজানা বিবর্তনে জাগে কিশলয়, কাণ্ড এবং ডাল।
১৪.০৪.২০০২

২৪//
ঘুমিয়ে কিংবা জেগে কাটাও পৃথিবীর পদচারী
বেড়িয়ে প্রহর তরুর ফাঁকে, মহাকাশে, মহাজলে,
অগি্ন, বায়ু, জল, মৃত্তিকার ওজন হবে ভারী
নৈঃশব্দের হিমেলতা নামে বুকের উষ্ণতলে।

২৫//
সত্যের সংগ্রামে আগুয়ান তুমি হও
অনুকূলে-প্রতিকূলে সদা-সর্বদা সত্য কথাটি কও,
সত্য-সেনানী যুগে যুগে তুমি রয়েছ অগ্রগামী
যাকিছু প্রবল হও নাকো তুমি, কাপুরুষ কভু নও।
০৭.১০.২০০৪

ছবিঃ সংগ্রহের পটে কাব্যের কারুকাজ।

রুবাইয়্যাত-ই-মুজাহিদ (অথবা অন্যকিছু)

২৬//
যে ফুল ফোটে গন্ধ বিলাতে ভোরে
মধ্যাহ্নের খরতাপে এসে চুপিসারে কয় মোরে,
দখিনা বাতাস বইবে না আর জীবনের মৌসুমে
সুগন্ধী ফুল গন্ধ বিলায় বিকেলের অবসরে।
০২.১০.২০০৪

২৭//
শিমুলের ঢালে ডাকছে কোকিল একাকী অন্ধকারে
হৃদয়ের ডাক শুনছে না কেউ, ভাবছে সে ব্যাথাভরে
ফুলের সুবাস, দখিনা বাতাস, পাখালীর কলতান
বোঝে নাকো তারা, যে পায় সে বোঝে শুধুই পরান ভরে।
০৪.১০.২০০৪

২৮//
যখন এলো কঠিন আড়াল তোমার আমার মাঝে
প্রহরগুলো দীর্ঘ হল সকাল-দুপুর-সাঁঝে,
কালের চাবুক হানলো আঘাত দুই হৃদয়ের ভাঁজে
জীবন বীণার দুই তারে আজ নীল কষ্টেরা বাজে।
১৬.০৯.২০০৪

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।


ছবি: নিজস্ব।

 
  Today, there have been 4 visitors (37 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free