Try to Live till Live the World
  শ্যাম-সবুজের তৃষা
 
শ্যাম-সবুজের তৃষা

-ফজলে এলাহি মুজাহিদ

ঐ শ্যামলিমা তীরে
বহিতেছে ধীরে
মরুৎ মলয় ধারা,
গোধূলীর ও সাথী
শুনো কান পাতি
গীত গাহিতেছে কারা?

দুর্বার ঘ্রাণে
পিয়ালের গানে
ঘুম ভেঙ্গেছিল যার,
ফাগুনের টানে
মরীচিকা পানে
তৃষিত মরুর পার;

ক্রন্দনে কে সে
নিশীথিনী শেষে
লোহিতের কোল ঘেরি,
সবুজের ভবে
ফিরবে সে ক'বে
সহে না যে তার দেরী।

১৭.১০.২০০০
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।

ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।

 
  Today, there have been 6 visitors (48 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free