Try to Live till Live the World
  বিবেকের কাঠগড়ায় আসামী আত্মা
 
বিবেকের কাঠগড়ায় আসামী আত্মা

-ফজলে এলাহি মুজাহিদ

আকাশে আকাশে ছোটে নক্ষত্র-ছায়াপথ মহাকালে
উড়ছে বালুকণা খণ্ড খণ্ড বাতাসে,
যেমন সমুদ্র উত্তাল স্রোতে ফেনায়িত শৈবালে
ঘূর্ণিছে জলকণা 'ঢেউ পর্বত'-এর আশেপাশে।
স্রষ্টার আদেশে জন্মিছে প্রাণী
হরণ করিছে প্রাণ স্রষ্টা ও ধরনী।

সভ্যতার কবরে সুশোভিত হচ্ছে নতুন সভ্যতা
সময়ের স্রোতে ডুবে যায় আবার ভেসে উঠে মানবতা।

কত প্রাঞ্জল জঞ্জাল হয়ে মিশে যায় কি কারণে
কতই বা রাখবে খবর; সংকীর্ণ
হৃদয় যে ক্ষণে ক্ষণে হয় বিদীর্ণ
খুলির কোষাগার জগত-ভাণ্ডার ধারনে
দারুন সীমাবদ্ধ
ভেবো না হৃদয় আবদ্ধ।
মানব, তোমায় দেয়নি কিছুই প্রতিপালক
যা কি না তুমি হে অক্ষম উত্তোলনে
সক্ষমতায় সম্পাদো ভার; পর্বত অথবা পালক
নও অসহায় যদিওবা রও সমুদ্র-বিয়াবানে।

দরাজ দৃষ্টি মেলে ধরো আপনায়
অন্তর থেকে মগজের পথে সমগ্র সত্তায়
কে তুমি অথবা রয়েছ কি ভূমিকায়?
জগতের পথে কিংবা বিপথে
কি কাজে অথবা কোন্ সাক্ষাতে?
কার ইশারায় নশ্বর এই ধরায়;
পার কর নিশিদিন
আজন্ম প্রতিদিন।
সে ক্ষণ কি আসেনি তোমার ওহে বুদ্ধিমান
আপনাত্মার পানে ছুঁড়ে দেবে কিছু প্রশ্নবান;
ক'ফুলকে করেছ বৃন্তচ্যুত অবহেলায়
মানুষের নায্য অধিকার আদায়ে ছিল না হুঁশ
ন্যায়-ইনসাফ দু'পায়েতে দলে চেয়েছ ঘুষ
ফকীরের থালা লুন্ঠিতে তোমার বাধেনিকো লজ্জায়।
তবুও তুমি মানুষ
জগতের বুকে উন্নত শির; যদিও হও ফানুস
ধ্বংসের পানে ধাবমান আত্মারা!
গ্রেফতার হও আপন আপন আদালতে
শ্রেষ্ঠত্ব রাখো; হয়োনাকো দিশাহারা
'সাজা'য় সাজাও পাপী আত্মারে পূণ্য আদলেতে।

আত্মসমালোচনায় তুমি হে পেতে পার পূর্ণতা
তোমার আলোয় মুছে যাবে যত জগতের মলিনতা।

১৯.০৩.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

 
  Today, there have been 6 visitors (52 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free