Try to Live till Live the World
  দখলী সময়ের আর্তনাদ
 
দখলী সময়ের আর্তনাদ

-ফজলে এলাহি মুজাহিদ

দৃশ্যমান সবকিছু যেমন সত্য নয়
তেমনি অদৃশ্যেরও সবকিছু মিথ্যে নয়।

ডান পাঁজরের ব্যাথাটা যখনি মুচড়ে উঠে;
এই যে দৃষ্টি সম্মুখে ঝুলে 'শূন্য' ঝালর
ফাঁক করে দেখি অদেখা সে সত্যকে,
শরতীয় মেঘ যেন; ঠোঁট দু'টো সরে যায়
প্রহরী সূর্যের মত ভেসে উঠে একপাটি দাঁত
চিত্তের প্রশান্তি নিয়ে হেসে উঠে অন্তর আমার।

দেখি সময়কে ঘিরে মানুষের কাড়াকাড়ি
কুসুমে ধোয়াতে গিয়ে কেউ করে বাড়াবাড়ি
হাত ধরে, চুল ধরে, পেঁচানো পাঁজর ধরে,
দু'পায়ের পাতা ধরে টানিছে আপন বলয়ে
হয়কি কখনো সময়েরও হস্ত-পদ-চক্ষু-নাসিকা?
হাসিছেন শুনে; কবরে ফাঁকে বিগত পূর্ব পুরুষ
কে তুমি কষাই! ছোরা বসিয়েছ মানুষের ইতিহাসে?
ক'খানা রেসিপি কেতাবের বলে সাজিয়েছ রান্না
নূহের নৌকা জুদীর দেয়ালে এখানো রয়েছে আঁকা
আবাবিল পাখি হেজাজের পথে খুঁজে ফেরে আব্রাহা,
পিতাজীর পদচিহ্নের পাশে বইছে এখনো যমযম
কা'বার কেন্দ্রে ঘূর্ণিছে দেখ আত্মার টাইফুন!
মুহাম্মাদের (সঃ) কণ্ঠ ধ্বনিছে ইথারে ও হাদীসে
আল্লাহর বাণী চির অম্লান লওহে ও যমীনে।

হায়রে অবিশ্বাসী!
কি আশায় টানো সময়ের জামা; ছিঁড়ছ বুতাম
কান পেতে শোন কালের বুকের গভীরে
যুগ-অন্তরের সবটুকু জুড়ে এক আল্লাহর নাম
দরূদ ও সালামে স্মরণ করিছে সর্বশ্রেষ্ঠ নবীরে।

আমিও বলিঃ সময় তুমি আমার হও
মূহূর্ত বলেঃ বন্ধু আমারে টানিয়া লও।

০৪.০৪.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য
কৃতজ্ঞ যেখানে।

 
  Today, there have been 2 visitors (14 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free