Try to Live till Live the World
  নারী সম্মানিতা মানুষে
 
নারী সম্মানিতা মানুষে

-ফজলে এলাহি মুজাহিদ

একজন নারী
একজন মানুষ; এতে কি কোন সন্দেহ করতে পারি?
সন্দেহ আমাদের অনুভূতিতে
প্রারম্ভ ছিল যার সুদূরের অতীতে।
শক্তির ব্যবধানে
ভূমিকার প্রকাশিত প্রমাণে
যা কিছু বাস্তব, সৃষ্টিগত সত্য চিরদিন
তাকে পুঁজি করে মগজে ভ্রান্তির চাষাবাদ কেন নিশিদিন?

পুরুষের পাঁজরে নারীর জন্য ভালবাসা সে-ই প্রথম থেকে
মাঝখানের ইতিহাসে বারে বারে পথেরা গেছে এঁকেবেঁকে
মননে, মগজে, পরিবেশে, সমাজে খেয়ালীপনা
ধরনীর দু'বাহুকে করেছে পরস্পর বিপরীতমনা;
অথচ একজন পৃথিবী চষে অর্জন করে সম্পদ রাজি
অন্যে সাজায় ধরনী সুন্দরে-সন্তানে রেখে জীবনের বাজী।
এ হাতে শাবল যমীনে শস্য খোঁজে
ও হাতের চুড়ি রিনিঝিনি সুরে নিশিথে দু'চোখ বোঁঝে,
এখানে পাথর ভাঙ্গা ভালবাসা
ঐ অন্তরে স্বপ্ন গজায় পান করে আলো-আশা
কি করে করবে অস্বীকার
শিশুর যতনে মা'র মমতার নেই কোন প্রতিকার;
টিউবে অথবা পালিতার কোলে যত্নই শুধু পেলে
স্নেহ-মমতা সবটুকু ছায়া মা'র বুকে পাখা মেলে।
জননীর পরে বধু হয় নারী অবশেষে সোনামনি
নারীর মাঝেই লুক্কায়িত আছে মানবজাতির খনি
পরম স্রষ্টা আধেক পুরুষে আধেক দিলেন নারীতে
জন্মে, কর্মে, স্বপ্নে, সাধনে সমান্তরাল সারিতে।

আজি নারী-পুরুষ নয়; বলবো মানুষেরে:
কোথায় লুকিয়ে ব্যবধান; প্রশ্ন কর বিবেকেরে
বৈষম্য তোমাদের মগজে-অন্তরে
উতারি দাও তারে যুগে যুগে সদোরে-অন্দরে
মন থেকে ঘরে
ঘর হতে সমাজের পরে
সমাজের শরীর বেয়ে সভ্যতার আঁতে-পাতে;
তোমাদের বিকৃতি যেথা যেই অনুপাতে
সেথা নারী নয়; নির্যাতিত হয় মানুষ
এবারে নাও বুঝে অর্জিত খেতাব: "মানুষের বেশে ফানুস"।

১৩.০৩.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

ছবির জন্য
কৃতজ্ঞ যেখানে।

 
  Today, there have been 1 visitors (8 hits) on this page!  
 
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free